মারুফার প্রশংসায় মালিঙ্গা, মুগ্ধ ক্রিকেট দুনিয়া

0
11
বাংলাদেশি বোলার মারুফা আক্তার ও শ্রীলঙ্কার সাবেক বোলার লাসিথ মালিঙ্গা
বাংলাদেশি বোলার মারুফা আক্তার ও শ্রীলঙ্কার সাবেক বোলার লাসিথ মালিঙ্গা

বাংলাদেশের মেয়েরা জয় দিয়ে দারুণ শুরু করেছে আইসিসি নারী বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে তারা। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় এখন এক নাম— মারুফা আক্তার।

ম্যাচের একদম শুরুতেই আগুন ঝরানো বোলিংয়ে পাকিস্তানের দুই ব্যাটার ওমাইমা সোহেল আর সিদরা আমিনকে বোল্ড করে তাক লাগিয়ে দেন তিনি। প্রথম ওভারের পঞ্চম বলেই ওমাইমাকে ইনসুইংয়ে পরাস্ত করেন মারুফা, পরের বলেই সিদরার স্টাম্প উড়ায় দেন। দুই বলেই দুই উইকেট— পুরো মাঠই তখন উত্তেজনায় টগবগ করছে।

নতুন বলে মারুফার এমন নিয়ন্ত্রণ দেখে অভিভূত ক্রিকেটপ্রেমীরা। তার বোলিং দেখে মুগ্ধ হয়ে গেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও। আইসিসির ফেসবুক পেজে শেয়ার করা ভিডিও নিজের পেজে পোস্ট করে মালিঙ্গা লিখেছেন— “নিখাদ দক্ষতা, অসাধারণ নিয়ন্ত্রণ। এই আসরের সেরা ডেলিভারি।”

মালিঙ্গার পোস্টে জবাবও দিয়েছেন মারুফা— “ধন্যবাদ কিংবদন্তি।”

শুধু মালিঙ্গা নন, ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই তরুণ পেসারকে। তিনি বলেছেন, “মারুফা দারুণ সুইং পেয়েছে, সঠিক লাইন-লেংথে বল করেছে। এই নিয়ন্ত্রণই ওকে সফল করেছে।”

মারুফা বলেন, “এটাই আমার প্রথম বিশ্বকাপ, আর প্রথম ম্যাচেই এমন শুরু করতে পারায় আমি ভীষণ খুশি। দুই মাস ধরে এই মুহূর্তটা কল্পনা করতাম। মনে হচ্ছে, স্বপ্নটাই সত্যি হলো।”

তার আগুনঝরা বোলিংয়ের পর অন্য বোলাররাও ছন্দে ফিরেছেন, পাকিস্তানকে কোনো সুযোগই দেননি তারা। পরে ব্যাট হাতে নতুন মুখ রুবাইয়া হায়দার অর্ধশতক হাঁকিয়ে দলকে সহজ জয়ে নিয়ে যান।

তবে সব আলো কেড়ে নিয়েছেন মারুফা। দুই বলে দুই উইকেট— বাংলাদেশ নারী দলের এই তারকা এখন পুরো ক্রিকেট দুনিয়ার আলোচনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here