ঘরের মাঠে হংকং-চায়না ম্যাচের আগে বেশ আলোচনায় ছিলেন হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড। কারণ, হামজা চৌধুরীকে নিয়ে তার একটা মন্তব্য ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি তখন বলেছিলেন, “যদি হামজা আমার টিমে থাকত, আমি ওকে বেঞ্চেই বসিয়ে রাখতাম।”
তারপর যা হওয়ার তাই হলো — জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে গোল করে হংকং-চায়নাকে পেছনে ফেলেন হামজা। আর সঙ্গে সঙ্গে আগের সেই কথাটা আবারও ভাইরাল হয়ে যায়!
চার দিন কেটে গেলেও বিতর্ক এখনো থামেনি। ফিরতি ম্যাচের আগের দিন দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আবারও উঠে আসে হামজার নাম।
এবার ওয়েস্টউড হাসিমুখে বললেন,
“না, আমি মত বদলাইনি। আমি যখন ওই কথাটা বলেছিলাম, তখন মজার ছলে বলেছিলাম। সবাই বুঝতেই পারত যে এটা রসিকতা ছিল।”
আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে হংকং-চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে।
হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।