দীর্ঘ অনিশ্চয়তা আর নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেট। সব শঙ্কা কেটে গিয়ে আগামী নভেম্বরে শুরু হচ্ছে নতুন মৌসুমের খেলা।
বুধবার মিরপুর শের-ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভা শেষে চেয়ারম্যান আদনার রহমান দীপন সংবাদমাধ্যমকে জানান, প্রথম বিভাগ লিগ দিয়েই শুরু হবে এবারের মৌসুম।
তিনি বলেন, “প্রথম বিভাগ শুরু হওয়ার পরপরই দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগও চালু করব আমরা।”
সাম্প্রতিক বিসিবি নির্বাচনকে ঘিরে কিছু ক্লাবের বয়কটের হুমকিতে ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে বুধবারের বৈঠকে পরিস্থিতি বদলেছে।
সিসিডিএমের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম বিভাগের ২০ ক্লাবের মধ্যে ১৬টি বৈঠকে উপস্থিত ছিল এবং বাকি চারটিও অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে। ফলে মৌসুম শুরু নিয়ে আর কোনো বাধা নেই।
সভা শেষে আদনার রহমান দীপন বলেন, “প্রায় সব ক্লাবই বৈঠকে উপস্থিত ছিল, কেউই খেলা বর্জনের কথা বলেনি। সময়সূচি নিয়ে সামান্য মতপার্থক্য ছিল, কিন্তু সবাই মৌসুমে অংশ নিতে রাজি।”
তিনি আরও জানান, “আমরা শিগগিরই লিগ শুরুর তারিখ ঘোষণা করব। প্রয়োজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ একসঙ্গে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।”
তৃতীয় বিভাগ লিগ মূলত অক্টোবরের শুরুতে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি নির্বাচন ও বয়কট ঘোষণার কারণে তা পিছিয়ে যায়। এখন সিসিডিএম চাইছে একসঙ্গে কয়েকটি বিভাগের খেলা আয়োজন করতে।
দীপন আরও বলেন, প্রিমিয়ার বিভাগ এখনই শুরু করা সম্ভব নয়। বিপিএল, জাতীয় দল ও জাতীয় ক্রিকেট লিগের ব্যস্ত সূচির কারণে তা সাময়িকভাবে পিছিয়ে থাকবে। তবে আমরা সূচির ফাঁকে সুযোগ বের করে প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা করব।

