চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার মালিকানা এককভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে রয়েছে। এখন পর্যন্ত কিংবা ভবিষ্যতেও কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে এসব স্থাপনার মালিকানা হস্তান্তরের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিনও বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে বন্দর টার্মিনাল পরিচালনা নিয়ে ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব সংবাদ সাধারণ জনগণ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুসারে স্বচ্ছ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রক্রিয়ায় শুধুমাত্র লাইসেন্সি অপারেটর নিয়োগ দেওয়া হয়। এতে কোনোভাবেই মালিকানা হস্তান্তরের বিষয় জড়িত নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো সংবাদমাধ্যম যদি যাচাই–বাছাই না করে অনুমাননির্ভর বা অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে, তাহলে তা জনমনে বিভ্রান্তি ছড়ায় এবং বন্দরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু — তাই এর স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, বন্দর সম্পর্কিত যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
