বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডেও জয়হীন থাকল দুই ঐতিহ্যবাহী ক্লাব—ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে পরাজিত হয়েছে আবাহনী, আর গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে সাদা-কালোরা।
রবিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় আবাহনী লিমিটেড। শুরুতেই চমকে দেয় গোপীবাগের দলটি। ম্যাচের তৃতীয় মিনিটেই অঞ্জন বিস্তার গোলের সুবাদে এগিয়ে যায় ব্রাদার্স। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস সিলভা। শেষ দিকে সোলেমান দিয়াবাতে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।
এতে করে লিগের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা ব্রাদার্স টানা দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করা আবাহনী এখনো জয়ের মুখ দেখেনি।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুরুটা ছিল দারুণ। ১৯ মিনিটে রহিম উদ্দিনের বাঁ পায়ের শটে এগিয়ে যায় সাদা-কালোরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পুলিশ এফসি সমতায় ফেরে। শফিক কাগিমুর কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। পরবর্তী সময়ে দুই দলই গোলের সুযোগ পেলেও আর ব্যবধান বদলায়নি। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।
অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে। টানা চার পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।
সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ পুলিশ এফসি। তিন নম্বরে ফর্টিস এফসি এবং চার নম্বরে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। এক ম্যাচ হাতে রেখেই পঞ্চম স্থানে বসুন্ধরা কিংস, যাদের আগামীকাল নিজ মাঠে মুখোমুখি হবে ফর্টিস।
দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ ফুটবল লিগের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টি–স্পোর্টস।
