বিসিবি নির্বাচন নিয়ে ভারতীয় বোর্ডে অভিযোগ, তামিমের পক্ষের বড় অভিযোগ

0
5
বিসিবি নির্বাচন নিয়ে ভারতীয় বোর্ডে অভিযোগ
বিসিবি নির্বাচন নিয়ে ভারতীয় বোর্ডে অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে চলছে তুমুল নাটক। এবার সেই বিষয়টি পাড়ি দিয়েছে দেশের সীমানা ছাড়িয়ে— পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পর্যন্ত।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, বিসিবির নির্বাচন নিয়ে একটি পক্ষ ভারতের দুই ক্রিকেটারের মাধ্যমে অভিযোগ দিয়েছে বিসিসিআইতে।

বুধবার সকালে তামিম ইকবালপন্থী প্যানেল নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেন, ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপ চলছে। তার ভাষায়, মাঠের ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে, বোর্ডের নির্বাচনের ফিক্সিং বন্ধ করা দরকার।

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৬ অক্টোবর। কিন্তু তার আগেই হুমকি-ধামকি, সমঝোতা, আর নানা নাটকীয়তায় পুরো বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তামিমের দাবি, এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায়।

এদিকে আসিফ মাহমুদ জানান, একটি পক্ষ সরাসরি ফোনে ভারতের ক্রিকেটার বিরাট কোহলিকে অভিযোগ জানিয়েছে। কোহলি বিষয়টি গৌতম গম্ভীর ও অন্যদের সঙ্গে শেয়ার করেছেন বলেও জানান তিনি। আসিফ মাহমুদের ভাষায়, দেশের ইস্যু বাইরে জানানো সত্যিই লজ্জার। এমন অভিযোগ বিদেশে জানানো ঠিক না।

বিসিবির নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল তামিমের। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সব নাটকের অবসান ঘটিয়ে সরে দাঁড়িয়েছেন সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার রাতে তার নেতৃত্বাধীন প্যানেলের বৈঠকে সিদ্ধান্ত হয়— সরকারপক্ষের হস্তক্ষেপ ও নানা ষড়যন্ত্রের অভিযোগে তারা নির্বাচন বর্জন করবে। পরদিন সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে তামিম নিজে মনোনয়ন প্রত্যাহার করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইব্রাহিম আহমেদ, মীর হেলাল, সৈয়দ বোরহান হোসেন পাপ্পু ও ইসরাফিল খসরু।
হাইকোর্ট ইতিমধ্যে ফারুক আহমেদের রিট আবেদনের পর ১৫টি বিতর্কিত ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করেছে। ফলে ৬ অক্টোবরের নির্বাচনকে ঘিরে এখনো অনিশ্চয়তা ঘনিয়ে আসছে।
|সবমিলিয়ে বলা যায়, **বিসিবির এই নির্বাচন এখন ক্রিকেট মাঠের বাইরেও এক বড় লড়াইয়ে পরিণত হয়েছে— যার রেশ পৌঁছে গেছে সরাসরি ভারত পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here