ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতি-মারুফারা

0
10
বাংলাদেশ নারী ক্রিকেট দল জ্যোতি কান্না বিশ্বকাপ
বাংলাদেশ নারী ক্রিকেট দল জ্যোতি কান্না বিশ্বকাপ

দুয়ারে এসে দরজার চৌকাঠ পেরোতে না পারার কষ্টটা আবারও টের পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে হাতছোঁয়া জয় ফসকে যাওয়ার পর আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হারের তীরে এসে ডুবে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
চার ম্যাচ শেষে বিশ্বকাপে লাল-সবুজ দলের পাশে এখনো একটাই জয়।

নিউজিল্যান্ড ছাড়া বাকি সব ম্যাচেই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। কিউইদের বিপক্ষে ১০০ রানে হারলেও ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বিশাখাপত্তনে সোমবারের ম্যাচটা যেন বুক ভেঙে দিয়েছে সবার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক জ্যোতি বলেন,
আমি সত্যিই গর্বিত মেয়েদের জন্য। তারা শেষ বল পর্যন্ত লড়েছে। কিন্তু হারের পর ড্রেসিংরুমে গিয়ে ওরা কেঁদেছে। ওরা অনেক তরুণ আর আবেগপ্রবণ, তবে মাঠে শতভাগ দিয়েছে। শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছে আমরা জিতব—এটাই বড় ব্যাপার। এটা আমাদের জন্য বড় শিক্ষা।

তিনি আরও যোগ করেন,
আমাদের পরিকল্পনা ছিল পাওয়ারপ্লেতে উইকেট না হারানো। আমরা জুটি গড়ার দিকে মন দিয়েছিলাম। এজন্যই ওপেনিংয়ে কিছু পরিবর্তন আনা হয়েছিল। আজ আমরা পিংকিকে (ফারজানা) খেলিয়েছি—সে খুব অভিজ্ঞ আর দারুণ খেলেছে।
তবে অধিনায়ক মনে করেন, দলের রানটা একটু কম হয়ে গেছে। তার ভাষায়,
আমরা হয়তো এখনো ১০-১৫ রান কম করেছি। যদি একটু বেশি তুলতে পারতাম, ফলটা হয়তো অন্যরকম হতো।

শেষে আশাবাদী কণ্ঠে জ্যোতি বলেন,
“নিউজিল্যান্ড ম্যাচের পর যেমনভাবে আমরা ফিরে এসেছি, সেটা নিয়ে গর্ব করার মতো। আমাদের সামনে এখনো তিনটা ম্যাচ বাকি। আমরা মাথা উঁচু করে সঠিক পথে এগিয়ে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here