ধীরগতিতে শুরু করলেও ম্যাচের শেষভাগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ১০ জনের হংকংয়ের বিপক্ষে জয়সূচক গোল না পেয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয় হাভিয়ের কাবরেরার দলকে।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে আজ হংকংয়ের কাই তাক স্পোর্টস গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশের হয়ে গোল করেছেন রাকিব হোসেন।
এই ড্রয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ২। এর আগে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল লাল-সবুজেরা। ৮ পয়েন্ট নিয়ে এখনো গ্রুপের শীর্ষে হংকং। এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশ দলের, যদিও তা এখন নির্ভর করছে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।
ম্যাচের ৩৪ মিনিটে নিজেদের বক্সে ফার্নান্দো পেরেইরাকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নির্ভুল স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক ম্যাট অর।
প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সাদ উদ্দিনের ক্রসে হামজার হেড থেকে বল পেয়ে শমিত শট নিতে পারলেও গোললাইন পার হওয়ার আগেই ক্লিয়ার করেন এনগান চেউক পান।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫১ মিনিটে সাদের শট ঠেকান হংকং গোলকিপার সি কা উইং। এরপর একাধিকবার আক্রমণ সাজালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না লাল-সবুজরা।
শেষ পর্যন্ত ৮৪ মিনিটে আসে সমতার গোল। বাঁ দিক থেকে ফাহিমের ক্রস থেকে ফাহামিদুল বল পেয়ে রাকিবকে পাস দেন, আর কোনো ভুল না করেই গোল করেন রাকিব হোসেন। জাতীয় দলের জার্সিতে এটি তার ষষ্ঠ গোল।
শেষ দিকে হংকং ১০ জনে নেমে এলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই ১-১ গোলে ড্র মেনে নিতে হয় জামাল ভূঁইয়াদের।
আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ দল।
